দারুল ইফতা

📋সংক্ষিপ্ত পরিচিতি

দারুল ইফতা-গবেষণা ও দলীলনির্ভর শরীয়াহ সমাধানের নির্ভরযোগ্য ঠিকানা। একটি আধুনিক, মানসম্পন্ন ফতোয়া ইনস্টিটিউট এবং শরীয়াহ কনসালটেশন সেন্টার। যেখানে প্রতিটি ফতোয়া ও শরীয়াহ পরামর্শ প্রদান করা হয় প্রামাণিক দলীল, গভীর গবেষণা, যুক্তিভিত্তিক বিশ্লেষণ এবং সমসাময়িক বাস্তবতার আলোকে। নির্ভুল ও যথাযথ শরীয়াহ সমাধানের জন্য আমাদের রয়েছে যোগ্য, অভিজ্ঞ এবং নিবেদিতপ্রাণ মুফতি ও শরীয়াহ বিশেষজ্ঞদের দক্ষ টিম।